Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্থানান্তর আবেদন

স্থানান্তর আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। স্থানান্তর ফরম- ফরম ১৩ (অফিস হতে সংগ্রহ করে পুরণ করতে হবে)

২। পিতার/মাতা/ভাই এর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি

৩। স্বামীর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি (বিবাহিত মহিলার ক্ষেত্রে)

৪। বিদ্যুৎ বিলের ফটোকপি

৫। চৌকিদারি ট্যাক্সের রশিদের ফটোকপি

৬। কাবিননামা (বিবাহিত মহিলার ক্ষেত্রে)

৭। তালাকনামা (বিবাহিত মহিলার ক্ষেত্রে)

৮। সন্তানের জন্ম সনদ (বিবাহিত মহিলার ক্ষেত্রে)

৯। নাগরিকত্ব সনদ

১০। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন

১১। নিজ নামে জমির দলিল

১২। মৃত্যুর সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

.......................................................................................

স্থানান্তর ফরম (ফরম-১৩) অফিস হতে বা অনলাইন হতে সংগ্রহ করতে হবে। সংগ্রহকৃত ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। সনাক্তকারী অংশে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সাধারণ সদস্য এর নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, সিল ও স্বাক্ষর করে নিতে হবে। এরপর সকল কাগজপত্র সহ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে স্বশরীরে জমা দিতে হবে।